এখানে আমার নাড়ী পোতা আছে
শেকড়ের ভেতর শেকড়
এখানে চাঁদ কিছু নয়, চাঁদনী কিছু নয়
শেকড়ই আমার শিখর!!


এখানে কচিপাতা শতদল
করে কোলাহল, প্রানের পর প্রাণ;
এখানে কেউ আকাশ বলে না
সবাই বলে নীল আসমান!!


কেউ আমাদের ভুত বলে
কেউ বলে মূর্খ চাষা
আজকে তাদের নগর আছে
আছে সাধু বেশ ভূষা!!  

নাড়ীর খবর কে রাখে ভাই
সজনে তলে পোতা
তাতেই আমার মান-সম্মান
যতোই দেখাও ছুতা!!