রেলগাড়িটা স্টেশনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে
বেশ গতি আছে, বেশ প্রগতিও আছে
হুইসেলের প্রতিটি শব্দ শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে
কতোদিন কেবল গন্ধ শুঁকেছি --- গন্ধ
এবার বুঝি দাঁড়িয়ে আছি আগন্তুক ট্রেনের কাছাকাছি!


প্রতিটি বগির ভেতর প্রকৃত স্বাদের স্বাধীনতা আছে
বস্তা বস্তা, আমি এক নিঃশ্বাষে যতোটা পারি
কুঁড়িয়ে নেবো মুঠো মুঠো; স্বাধীনতা আমার স্বাধীনতা,
যানজটে নাকাল না হওয়ার স্বাধীনতা
লাল ফিতায় বন্দি না থাকার স্বাধীনতা
যেমন খুশি কবিতা লিখে যাওয়ার স্বাধীনতা!!


রেলগাড়িটা আসছে --- ওই তো আসছে
আসছে বস্তাবন্দি আমার সকল চাওয়া-পাওয়া
সবাই কুঁড়িয়ে নাও যে যতোটা পারো------
আমিও দু'হাত ভরে কুঁড়িয়ে নেবো মুঠো মুঠো স্বাধীনতা!