যেখানে অন্ধকার নতুন করে প্রাণ পেয়েছে
পুরনো রাত্রি, সেখানেই সৈকত ঘেঁষে দাঁড়িয়ে
আছি আমি; কোনো আলো নেই কবিতা ও
কবি; একদিন যে কাশফুলে জয়নুল মজেছিলো
সেখানে আজ শুধুই পঞ্চম প্রজন্মের ছবি!


অতঃপর রূপ ও স্বরূপে প্রতিনিয়ত বদলে
যাই, সকালে যে নামতার পাঠ মুখস্ত করি
বিকেলেই তা ভুলে যাই এক, দুই, তিন;
অথবা
যুগল কবিতার মতো হয়ে উঠি কোনো এক
অতিবর্তী ভাবনার মধ্যবর্তী নারী ------!!