কোনোদিন নিজেকে প্রকাশ করতে চাইনি
শুরু থেকে শেষ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত!
রোজ রোজ কতো প্রসব হয় কবিতার মতো
আমি চেয়ে চেয়ে দেখি বিন্দু থেকে চন্দ্রবিন্দু
পর্যন্ত; এতেও কারো কারো গাত্রদাহ হয়!


তবুও হাঁটি পথ থেকে ছায়াপথ, ব্রহ্মপুত্রের
তীর, নীলক্ষার চর, ওখানে কারো শাসন নেই,
ওখানে কারো রক্তচক্ষু নেই, পত্‌ পত্‌ করে
উড়ি, মাঝে মাঝে মনে হয় কেবল মনে হয়
আমিও বুঝি রঙিন কাগজে ছাওয়া নীল ঘুড়ি!