আরও একটি গোধূলি গুলিয়ে গেলো নির্বিঘ্ন,
কেউ সাধ্যের অতিরিক্ত সাধ মেটাতে পেরেছে
আর কেউ যেমন ছিলো তেমনই আছে;
সকালের দাঁড়কাক বিকালেও ডেকে গেছে,
প্রথম জন্মের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ
জন্ম পর হয়েছে, জনসাঁই হাওরে শস্যাবর্তন
হয়েছে, নলুয়ার বিলে পুরাতন পানি বদলে
নতুন পানি এসেছে; কেবল যে ছিলো
স্পেসিম্যান কপি হাতে বসে, সে এখনও বসে
আছে, কেবল যে ছিলো -----------
দাঁড়িয়ে সে এখনও সেই দাঁড়িয়েই আছে!!


আমি না ঘর, আমি না ঘটকা; গোয়েন্দা গল্পের
মতো জীবন খুঁজি, এক কাপ গ্রিন-টি আর দুটি
বিস্কুট পেলেই বেজায় খুশি; ড্যাব ড্যাব চোখে
আকাশের দিকে তাকিয়ে থাকি, বাঙালি, মারাটি
অথবা গুজরাটি; দুপুরের সময়টা নির্ঘাত জল
হয়েছে, আর বাকিটাতে কেবলই ক্যারমের ঘুঁটি!!