ঘুম চায় সমস্ত শরীর, মন, কবিতার অপাংক্তেয়
শব্দাবলি; ওরাও এখন পৃথিবীর মধ্য বলিরেখা,
নিষিদ্ধ উপ-সম্পাদকীয়; ব্যস্ত সড়কের ফুটপাত
ধরে একা একা হাঁটার পদ থেকে পদাবলি!


আমার কোনো ত্রস্ততা নেই শুরু আর শেষ,
প্রতিদিন রুটিন করে শিরোনামহীন একটি কবিতা
লিখি, আমাকে দেখে অবশেষে হাসে ভোরের
সূর্য, হাসে নাবালিকা প্রেমিকার চাতুর্য ----!


বড় শহরের গলিপথের মতো, বড় রাস্তার ছোট
অটোরিকশার মতো বেদনা আমাকে ভালোবাসে
বুক বরাবর; তবু্ও বুক চিতিয়ে কিছু বলতে চাই,
কেবল বলতে পারি না, আজকাল পদ থেকে
পদাবলি কেউই নেয় না আমার খবর... খবর!!
-----------------------------