অন্ধ বাপের কানা ছেলের মতো জীবন এখন
অর্ধেক দুঃখ আর অর্ধেক বেদনা, ছেঁড়া দ্বীপ থেকে
নোঙর উপড়ে দীর্ঘশ্বাস ছুটে আসে; পাগলিনী
বাতাসের মতো ছড়িয়ে পড়ে চারদিক, ভোরকাটা
সকাল থেকে ধূপছায়া সন্ধ্যা এরা সবাই!


শ্রাব্যসীমার বাইরের শব্দগুলো প্রাণপণে বাঁচতে
চায়, শিরদাঁড়া খাঁড়া করে রাখতে চায়, পারে না;
মাত্রাহীন বর্ণের মতো একা একা থাকে, তবুও
পরাশ্রয়ী হয় না!
তবুও প্রশ্ন রাখছি কবির কাছে
তবুও প্রশ্ন রাখছি কবিতার কাছে
তোমরা কি উপড়ে ফেলতে পারো না বেদনা?