অতঃপর অনেকদিন ধরে মেঘ ভেঙে সূর্য উঠেনি
কবি অন্ধকারে বসে আছেন সূর্য হাতে,
সূর্য হতে মাত্র কয়েক আলোকবর্ষ দূরে------,
যেখানে সত্যিকার অর্থে কোনো ভালোবাসা নেই
যেখানে সত্যিকার অর্থে স্নেহ, মায়া, মমতা নেই
কেবল চোরাবালির অন্তঃস্থলে সর্পিল বাঁক আছে
কেবল খুন রাঙা পথে চলা চেনা-অচেনা পথিক
আছে-------------!!


অতঃপর কতো বছর যায়, মাস যায়, দিন যায়,
ঘণ্টা, মিনিট, সেকেন্ড যায়;
কবির নিরীহ, নিভৃতচারী শব্দগুলো আর কবিতা
হয়ে উঠেনি
কবিও অন্ধকারের মুখোমুখি বসে থাকেন, কাউকে
কিছু বলেন না!!


অতঃপর কবির শব্দেরা হলুদ বাঁটে, মেহেদি বাঁটে,
হাজার বছরের পুরনো কিছু প্রেমপত্র জীবনের শেষ
সঞ্চয় ভেবে পিতলের ট্রাংক থেকে বের করে আনে;
তবুও কবির চোখের জলের কোলাহল থামে না!!