আজ সকল দুঃখের, সকল দুঃস্বপ্নের কবর হউক;
বুকের অন্ত্যস্থলে জমাট হিমবাহকে বলছি, আর
কেঁদো না; তোমার সমস্ত কায়ক্লেশ, সমস্ত দুঃখের
নদী এরা সবাই এখন একুশের কোনো প্রকাশিতব্য
নতুন বইয়ের প্রচ্ছদ; একেবারে আনকোরা, ঝকঝকে
থকথকে; প্রকৃতি, প্রেম ও শিশুতোষ কবিতা!!


গতকাল পর্যন্ত সময় নিরুদ্দেশ ছিলো
আজ সে আমার বাড়ির মেহমান, তোমারও কোনো
ভয় নেই, দুঃচিন্তা নেই; আমাকে বলেছেন সঞ্চালক,
কাল সে হবে অন্য কারো-- অন্য কোনো খানে;
ফুটপাত ধরে সে একা একা হাঁটবে
বুনোফুল তোলে কারো খোঁপায় গোঁজে দিবে
তোমার টোলপড়া গালে চাঁদ উঠবে ইত্যাদি ইত্যাদি!


দেখো এবার সবার হাতে হাতে কবিতার বই হাসবে
জোয়ার জলের শীতলক্ষ্যার মতো খুশিতে নাচবে
হারাধনের একটি ছেলের মতো সবাই ভালোবাসবে!!


** *সবাইকে হেপি নিউ ইয়ারের শুভেচ্ছা ***