এমন হয়েছে, কিছু কিছু শব্দ গাঙচিল হয়েছে;
উড়ে গেছে পতপত করে
আমার আর কিছু মনে নেই, আর কিছু--
কেবল কাশ্মিরী শালের কথা মনে পড়ে!
এমন দিনে পথ-ঘাট সব কুয়াশার স্বর্গ হতো
গা ঘেঁষে শেয়াল, ভোঁদড় ওরা গুঁটি গুঁটি পায়ে
দৌড়ে যেতো;
আমি মহুয়ার বনের কথা বলছি
আমি আমার মনের কথা বলছি!


আজকাল শুধু বক্তৃতা আর বিবৃতি শুনি
শুনতে শুনতে সবকিছু ভুলে যাই লোকাচার
ভুলে যাই একদিন অনার্য ছিলাম আদিম আগ্রহ
ভুলে যাই এতোদিনের আপন অরণ্য সবকিছু
তবুও এখন আমি আমার কথা বলছি!


আমি এখন নিজেই নগর, শহর, বন্দর
কোনোকালেই আমি আদিবাসী সাঁওতাল ছিলাম না
না , না , কোনোদিন না----
আমি মহুয়ার বনের কথা বলছি
আমি আমার মনের কথা বলছি!!