আজকাল অমন কতো কথাই শুনতে হয়
বর্ণ শেখাতে ওড়না---
কাকে কী বলি? আমি না ঘর! না বাহির!
সমালোচকদের অনেক কাজ আছে
কর্তাব্যক্তিগণেরও অনেক কাজ আছে!!


তবে আমি মনে করি উদ্ধার করাটাই একটা
বড় কাজ, ওল, ওষধি এসব দিয়েও উদ্ধার
করা যেতো!
তবে আমি কবিতার শব্দের কথা বলতে পারি
আমি কবিতার শব্দ শিল্পের কথা বলতে পারি
শব্দের মায়াজাল সৃষ্টি করাই কবিতা
দুর্বোধ্য শব্দের চাষ করা কবিতা নয়!


আজকাল পাঠক যেমন-তেমন কবিতাকেই
অসাধারণ, দুর্দান্ত ইত্যাদি ইত্যাদি বলে মুখে
ফেনা তোলেন!
বর্ণ শেখাতে ওড়নার সমালোচনা করা যায়
কেবল
কবিতার সমালোচনা কারো সহ্য হয় না!!