রাত পোহালেই এখন আমার সন্ধ্যা নামে
শুরু হয় ঘুটঘুটে আঁধার জলে কামনার নাভিশ্বাস
অথচ
প্রতিদিনের আকাশ, সমুদ্র আর মাটি এরা
কতো না কাছাকাছি!
কাছাকাছি জন্ম আর মৃত্যু, মৃত্যু আর জন্ম;
এদের কারো সাথে কারো কোনো বিভেদ নেই
কেবল বিপ্রতীপ কোণের মতো প্রভেদ আছে!


কেমন করে চেনা সব সুর অচেনা হয়েছে
কবিও ভুলে গেছেন সা-রে-গা-মা-পা
কবি কিছু জানেন না, কবি কিছু বুঝেন না
শুধু
দেবদারুর মতো একা একা দাঁড়িয়ে থাকেন!


যেমন করে বড় রাস্তার পাশে ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে
থাকে তেমন করে, তেমন করে থমকে দাঁড়িয়ে থাকে
কবির প্রিয় শব্দগুচ্ছ, সকল পরিচিত স্বর;
কবি একটা সন্নিহিত কোণের স্বপ্ন দেখেন কবির
বুক বরাবর ----------!!