শহরের ব্যস্ত রাস্তায় জীবন হাঁটে না, নেংটি
ইঁদুরের মতো দৌড়ায়; তবুও যেখানে-সেখানে
কুঁড়িয়ে পাওয়া যায় যেমন-তেমন আলোকচিত্র,
দৃশ্যকল্প; এরা কোনো স্টিম এর ধার ধারে না,
অভাগী স্বর্ণলতার মতো কেবল কাটিং, পেস্টিং;
ঝকঝকে, চকচকে এবং চনমনে কালের খেয়া;
তবুও এখানে ফাগুন মাস বড়ো দুঃখী----!!


এরচেয়েও বড়ো কথা তবুও পোড়ামুখী আসে
নীরবে, নিঃশব্দে হাসে; বর্ণমালা ভালোবাসে;
নিজেকে কখনও উটকো মনে করে না, পুরো
শহর জুড়ে ফুল খোঁজে, পাখি খোঁজে, বনলতা
খোঁজে, জোনাকি খোঁজে, পাহাড়িকা খোঁজে,
ওদের কারো টিকিটিও ছুঁতে পারে না----;
তখন সে আলোর মাঝে অন্ধকারে হাঁটে, সবাই
ব্যস্ত সমস্ত; সে থরথর করে কাঁপতে থাকে!!


একদিন তার নয়নের জল, পুড়ে হয় কাজল;
তবুও পোড়ার মুখী ফাগুন ভালোবাসা ছাড়ে না!!