না হয় আবার উল্কা বৃষ্টি হউক
প্রাণ ফিরে পাক আজন্ম মৃত বোধের বাড়ি
স্যাতেস্যাতে উলটের জমিন
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাবার আগে যে
কোনোদিন জাগতে শেখেনি!


সমস্ত রাতভর, নির্মোহ কাঁচুলি দিনভর  
শুঁয়া পোকার কুটকুট শোনা গেলো---
শোনা গেলো দাস মাছিদের ভনভন শব্দ
তবুও কেউ জেগে উঠেনি বোধের বাড়ি,
মন্ত্রসেদ্ধ জলও ওদের জাগাতে পারেনি!


না হয় আবার ছন্নছাড়া হাঁটতে শিখি
জানলার কার্নিশের মতো ঠোঁটের কার্নিশ
খুলে রাখি, কোনো ভাষা নেই মুখে মুখে,
না হয় আবার কথা হউক বুকে বুকে;
শিয়রে রেখে দেবো জিয়ন কাঠি---
অঙ্গে মাখিয়ে দেবো সোনার বাংলার মাটি
জেগে উঠো বোধের বাড়ি, জেগে উঠো!!