অবশেষে রাত এক ঘটিকায় দিন শুরু হলো
হাতে গোনা ডজন খানেক নক্ষত্র তখনও জেগে আছে
আর জেগে আছি আমি
একটু আগে যে ছন্নছাড়া লোকটি বসন্ত বসন্ত
বলে চিৎকার করছিলো, সেও ঘুমিয়ে গেছে!


আচ্ছা,তুমিই বলো, বসন্ত কি কোনদিন ঘুমায়?
বসন্তের কি কোনো দিন আছে
বসন্তের কি কোনো রাত আছে
বসন্তের কি কোনো ঘর আছে
বসন্তের কি কোনো দুয়ার আছে?


জানি, আমার এসব বাতুল প্রশ্নের কোনো উত্তর
তোমার কাছে নেই;
তুমি কেবল ফুটন্ত ফুলেই বসন্ত দেখো
তুমি কেবল আমের বোলেই বসন্ত দেখো
তুমি কেবল গাছের নতুন পাতাতেই বসন্ত দেখো!


আমি কি বলি জানো?
ফুটপাতে, বস্তিতে, রেলস্টেশনে যে শিশুটির গায়ে
একরত্তি ছেঁড়া কাপড়ও নেই, ক্ষুন্নিবৃত্তির নিবৃত্তি
না করেই যে শান্তিতে, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে;
তার বসন্ত আছে------!!