আবার জেগে উঠছে আলাভোলা রাত
জেগে উঠছে তন্দ্রার লেবাসে ঘুমহীন স্মৃতির শহর
যে শহরে কাজের চেয়ে শব্দ বেশি
যে শহরে শস্যের চেয়ে আগাছা বেশি!


একবার ঘৃতের আগুনে হাত পুড়েছিলাম প্রকাশ্যে
আবার জেগে উঠছে পূর্বাশা
যে জেগে উঠতে চায়, তাকে কে রুখতে পারে?
আমিও কম কিসে চাষার ছেলে চাষা
আবারও ঘৃতের অনলে হাত পুড়াবো
তবুও কি দেখা হবে তপোবনের মুনি দুর্বাসা?