আর কতোবার গোলাপ হাতে তোমার সম্মুখে
হাঁটু গেঁড়ে বসবো---? বলতে পারো আর কতোবার?
বলতে পারো, এক জনমে আমার কয়টা জীবন
বলতে পারো, আর কতোবার করতে হবে প্রেম নিবেদন?
সমস্ত আকাশ বুকে ধারণ করে যে চিল উড়ে
সেও তো বেশ আছে, আকাশ, সমুদ্র, নদী, অরণ্য
তার কতো কাছে, কতো আছে-----!


মাঝে মাঝে ইচ্ছে হয় আমিও বনিক চিল হই
ডানা মেলে যেমন খুশি উড়তে থাকি, যেমন খুশি
ছুঁয়ে দিই মাটি, শিমুলের ডাল;
ছু মেরে ছিনিয়ে নিই এই সভ্যতার সমস্ত জঞ্জাল;
বলতে পারো, এইভাবে ভালোবাসাহীন আমি আর
কতোকাল ---- আর কতোকাল?


একবার ভেবেছিলাম আজকাল কতো নতুন নতুন
খবরের কাগজ ঘামাছির মতো ফুলে ফেঁপে উঠছে,
সেসবে ভালোবাসার নাম করে একটা বিজ্ঞাপন দিই;  
লোকে হাসে হাসুক, নিন্দে করে যতো খুশি করুক;
সে সবে একবার যদি তোমার চোখ পড়ে---
বলতে পারো, আর কতোবার গোলাপ হাতে তোমার
সম্মুখে বসে থাকবো হাঁটু গেঁড়ে---?


একদিন জেনেছিলাম তুমি কলমি ফুল খুউব খুউব—
অতঃপর জানলাম কলমি ছেড়ে তুমি এখন গোলাপ;
সেই থেকে আমার এক হাতে গোলাপ থাকে
সেই থেকে আমি আরেক হাতে লুকিয়ে কলমি রাখি
কখন তুমি গোলাপ চাও নগদ
কখন তুমি কলমি চাও বাকি
সেই থেকে চলছে আমার অন্তহীন প্রলাপ, বিলাপ;
বারুদ পোড়ার গন্ধে এখন আমার আকাশ ধোঁয়াটে
তবুও এসব বলো কে পরোয়া করে---
বলতে পারো, আর কতোকাল গোলাপ হাতে তোমার
সম্মুখে বসে থাকবো হাঁটু গেঁড়ে--- হাঁটু গেঁড়ে---?