কতোদিন তোমার একটি ছবি আঁকতে চেয়েছি
লাবণ্য, ছবিটি আঁকতে চেয়েছি নিরাসক্ত শব্দে,
আমার বন্য কবিতার জন্য; শালবন বিহারিনী আমি
মধুপুরের গড় ঘুরে ঘুরে কতো মধু আহরণ করেছি
অন্য, উড়ু উড়ু মনে আর কতোটাই নিরলস
পরিশ্রম করা যায়, আচ্ছা তুমিই বলো লাবণ্য-!


শতো কবির কাছ থেকে কতো শ্লোক ধার করেছি
বুনোপাখিদের কাছ থেকে নিয়েছি সুরেলা গলা,
সূর্য প্রতিদিন-ই একটা একটা নতুন দিন প্রসব
করছে, আমার কিছুই হয়নি বলা; নীরবে-নিভৃতে
আমিও শহর ছেড়ে গ্রামে ফিরব কাল; এভাবেই
লাবণ্য তোমায় খুঁজতে থাকবো আমার চিরকাল!