কবিতার কোনো মুখ নেই
কবিতার কোনো চোখ নেই
কবিতার কোনো হাত-পা নেই--- --কবিতা পাঠকের মুখ
দিয়ে কথা বলে, পাঠকের চোখ দিয়ে দেখে, বিচার
বিশ্লেষণ করে, পাঠকের হাত ধরে হাঁটে, খায়-দায়-
ঘুমায়; পাঠক যখন আকাশে উড়ে, তখন কবিতাও উড়ে!


কবিতার কোনো রাত নেই
কবিতার কোনো দিন নেই
কবিতার কোনো ঋতু বদল নেই---- পাঠকের রাত-ই
কবিতার রাত, পাঠকের দিন-ই কবিতার দিন, পৃথিবীর
সব ঋতু-ই কবিতার ঋতু; ঋতুবতী রমণীর মতো সে
কখনও অস্পৃশ্য হয় না, তার কোনো ভাটার টান নেই,
কেবল ফাগুন আছে, তার দু'চোখে আগুনের ফুলকি
আছে;
সুচারু এবং নিয়মতান্ত্রিক পরিবর্তনের কমিটমেন্ট আছে!


কবিতার কোনো পক্ষ নেই
কবিতার কোনো জরা-ব্যাধি নেই
কবিতার কোনো মৃত্যু নেই---পাঠক কোনো পক্ষপাতদুষ্ট
হলে, পাঠক কোনো মানসিক বিকারগ্রস্ত হলে, পাঠকের
সাথে সাথে কবিতার তখন মৃত্যু ঘটে!!


কবিতার কোনো দেনা নেই
কবি সমস্ত দেনার দায়, চাপিয়ে দিয়েছেন পাঠকের মাথায়!!