বসন্তকে খুঁজতে বেরিয়েছিলাম বেশ পরিপাটি, তখন
হলুদ গাঁদা বিকেল, কিছুটা অটো কিছুটা রিকশা; অতঃপর
কেবল গিজগিজ করছে মানুষ, নানা রঙ মানুষ;
সবাই যেনো মাটি দিয়ে হেঁটে হেঁটে আকাশ দিয়ে উড়ছে
কারো কোনো পরোয়া নেই সবাই মেতেছে বসন্ত উৎসবে
হলুদ শাড়িতে সয়লাব আমাদের পাওয়ার জেনারেশন!


হাঁটতে হাঁটতে একটা সময় আমার খুউব ঘেন্না পেলো
সবার চোখ, মুখ, হাত-পা সবকিছু কেবল শরীরের দিকে
যে যেভাবে পারছে দু'এক ঘষাতেই করায়ত্ত করে নিতে
চাইছে বসন্ত, ধন্য করে নিতে চাইছে একমাত্র জীবন;
ছেলে ছোকরা গুলোর মতো মেয়ে গুলোও কম যায়নি
এখন সবাই দিব্যি উপভোগ করতে শিখে গেছে-----!


এসবে ত্যক্ত, বিরক্ত হয়ে এক সময় ব্রহ্মপুত্রের দিকে যাই
মনটা আরও খারাপ হয়ে গেলো, বলা চলে বিষাদে ছেয়ে
গেলো; এক সময়ের খরস্রোতা এখন হেটেই পার হওয়া
যায়; জুতো জোড়া হাতেও নেয়ার কোনো প্রয়োজন নাই!


এসবের ফাঁকে ফুকে বাণিজ্যমেলায় একবার ঢুঁ মেরেছিলাম
সেখানেও মানুষের মাথা মানুষে খায়
দোকানে দোকানে আখেরি অফার চলছে
স্মার্ট কালেকশন আছে, রকমারি স্টাইলো আছে
আসল কথা হলো, যে যেভাবে পারছে চামড়া ছুঁলে নিচ্ছে!


অবশেষে জেনারেশনের সমস্ত দেনার দায় মাথায় চাপিয়ে
যখন বাসার দিকে ধীর পদক্ষেপে হাঁটছিলাম, তখন দেখি
এক পাগল সমানে চিৎকার করছে,
কোনো প্রবলেম নাই আজ হচ্ছে রিহার্সাল
ফাইনাল হবে আগামিকাল ----- ফাইনাল --ফাইনাল!!