কবিতার মতো করে একটি কবিতা লিখতে চেয়েছিলাম
নদী, সমুদ্র, পাহাড় আর আকাশ মাখামাখি; বারবার
ফিরে আসি ঘটনা, রটনা, দুর্ঘটনা; জীবন যুদ্ধে ক্লান্ত!
জীবনের কাছে এখনও আমি পুরোপুরি একজন অকবি!


তবুও ক্লান্ত প্রাণে সমুদ্রের ফেনা হই, ভাসতে ভাসতে
তীরে এসে ডুবাই তরী; শহরের রাস্তা গুলো খিলখিল
করে হাসে আর বিশিষ্ট কবি(!) বলে টিপ্পনী করতেও
ছাড়ে না; যেভাবে জীবন জীবনের চিলেকোঠায় দুসরা
বার নিজেকে ফিরে পায়, আমার সে জীবন কোথায়?


গণসমাবেশের চৌকাঠ মাড়িয়ে আমিও হেঁটে যাই, নীলাদ্র
আর হাসে না; তবে কি আমিও মানুষ? না অন্য কিছু?
ফিনাইলের গন্ধ ছাপিয়ে দেয় জীবনের সংজ্ঞা, আমি
বারবার ফাগুন ভুলে যাই, বসন্ত ভুলে যাই; তরঙ্গ দৈর্ঘ্য
মাপতে পারি না, পয়তাল্লিশ বছর হাত ফসকে বেরিয়ে
যায়!


এখন আর সুখ খুঁজতে একটুও ইচ্ছে করে না------!!