আমার বুক আর বুকে নেই
সেখানে পৃথিবীর সমস্ত কষ্টের বাসা, হাসপাতালের প্রতিটি
দিন, প্রতিটি রাত কতো করেছি আশা
রাত পোহালেই দেখবো ছোট বাবা সুস্থ হয়ে উঠেছেন
দিন পেরোলেই দেখবো তিনি ভালো আছেন!


অতঃপর বাবার হাত ধরে ছোট মায়ের কাছে যাবো
বাবার আদরের নাতনি লাভলীর কাছে যাবো
পুষ্প তার বড় বাবার কোলে বসে হাসবে--- খেলবে কতো!


কিছুতেই কিছু হলো না
অবশেষে বিধাতাই শেষ হাসি হাসলেন
ছোট বাবা এ্যাম্বুলেন্সে করে শেষবারের মতো বাড়ি ফিরেছেন
আর কোনোদিন পেটের ব্যথায় চিৎকার করবেন না
আর কোনোদিন আমাকে মিছে সান্ত্বনা দিয়ে বলবেন না
আমি ভালো আছি বাবা-----
তুমি এখন অফিসে যাও
ইউশা, ঐশী, আরশির একটু খবর নিয়ে আসো
আমার জন্য কোনো চিন্তা করো বাবা
আমি কিছুক্ষণ একা থাকতে পারবো----------!!


প্রার্থনাঃ হে দয়াময়, আপনি ছোট বাবা-কে জান্নাতবাসী করুন।।