ইদানিং মাঝে মাঝে আমার এমন হয়
হার্টবিটের জবরদস্তি লাফালাফি, চিৎকার, চেঁচামেচিতে
ভয় পেয়ে যাই;
তখন ধীর পায়ে এমন ভাবে হাঁটি যেনো আমি
আছি কি নাই
জোরে কথা বলি না
সিঁড়ি ভাঙ্গি না
ভয়ে ভয়ে সটান বসে অথবা শুয়ে থাকি!

আবার কখনও কখনও এমন হয়
হার্টবিটের কোনো শব্দ-ই শুনতে পাই না!
আমি যেনো কোনো এক অলৌকিক মানুষ
দিব্যি বেঁচে আছি কি নেই
খাই-দাই, হাঁটা-চলা করি, ঘুমাই
আমার হার্ট আদৌ আছে কি নেই তাও বুঝি না!


ডাক্তাররা একে ডেথ ট্রান্স অথবা সাসপেনডেড
অ্যানিমেশন বলে থাকেন,
আমি ভাবি ভিন্নরকম--- আমাদের সমাজের মানুষের
মতোন --- অনেকেই কী চমৎকার মানিয়ে নেয়
হার্টবিট যখন বেড়ে যায় তখন
হার্টবিট যখন অস্বাভাবিক পড়ে যায় তখন!!


আমি কিছু বলতে পারি না, আমার খুব কষ্ট হয়!!