যে কো নো দি ন  হয় হউক অথবা
না হয় না হউক প্রভাত
আমিও পড়তে শিখে গেছি নৈঃশব্দের রাত!


শিখে গেছি কোলবালিশে তোমার গন্ধ শুঁকতে
আঙুলের স্পর্শে গতির আকাশ দেখতে
তবুও কো নো দি ন জ্বালতে ভুলিনি ধূপ
তবুও কো নো দি ন বলিনি হারামজাদী চুপ!


কো নো দি ন বলতে চাইনি ধর্ম
কেনো বলতে চাইনি কেউ বুঝে না তার মর্ম
আমি কি রুখে দিতে পারতাম পড়ন্ত শিলার গতি?
যদিও লোকে জানে...
ধর্মমতে এখনও আমি কারো নামমাত্র পতি!!