একদিন ভালোবাসার নামে কতোকিছু ছিলো  
বেনামি জলপতনের শব্দ ছিলো
বারুদের মতো গরম গরম নিশ্বাস ছিলো!


প্রকৃত চাষীর মতো আমিও দক্ষ মাঝি ছিলাম
সুখেন হাওয়ায় পতপত করে হাওয়া উড়তো
হাতের মুঠোয় সমস্ত হিমালয় পর্বত কেঁপে উঠতো!


আর এখন?
কতো রাত কেটে যায়, পোয়াতি হয় না!