একদিন শরীর কথা বলেছিলো
               মন কথা বলেনি
আর একদিন মন কথা বলেছিলো
             শরীর কথা বলেনি!


প্রেমহীন প্রণয় তবুও বৃক্ষের দিকে তাকিয়ে থাকে
ঝরাপাতার নগ্ন উল্লাসে পতিত নক্ষত্ররাও রাগবিমোচনে যোগ দেয়
দেহের দেশে বিজাতীয় সংস্কৃতির নামতার পাঠ হয়
উড়ুক্কু পাখির কথা সবাই ভাবে,
               নিরাক পড়া ভালোবাসার কথা কেউ ভাবে না।


একদিন পাথর প্রেম জেগে উঠেছিলো
কে জানতো.......
    সেদিন সা রে গা মা পা ভুল ছিলো
শেকড় না চিনেই যে শিকড় চিনে
কেউ বলতে পারো, তার মুল কতোটা গভীর ছিলো?