নীল আকাশের বুকে জমেছে আজ কালো মেঘের ছায়া
বাতাসে ভেসে আসে শুধু মানুষের নিষ্ঠুরতার মায়া!
সবুজ সবুজ বনভূমিও আজ ধূসর মরুভুমি হয়ে যায়
পশু-পাখিরাও বাঁচার জন্য আকুল কেঁদে মরে হায়।
নদীর স্রোতের দুই দুয়ারি হচ্ছে আজ বিষাক্ত বর্জ্য
মাছের দল ছটফট করে, তবুও কেউ করে না ত্যাজ্য।
গাছপালা কেটে কেটে গড়ে তুলে সাধের অট্টালিকা
ভুলে যায় তারা দেয় অক্সিজেন, বেঁচে থাকার রসমিকা।
মানুষের অবিচারে প্রকৃতি মায়ের আঁচল ক্ষত-বিক্ষত
অবিবেচক মানুষের লোভের শিকার, জর্জরিত নিয়ত।
বলতে পার বিবেক, আর কতকাল চলবে এই অবিচার
কবে থামবে মানুষের ধ্বংসলীলা, কবে হবে প্রতিকার?
আসুন, আমরা সকলে মিলে-মিশে শপথ করি আজ
প্রকৃতিকে বাঁচিয়ে তুলবো, ঘুচাবোই তার মুখের লাজ।
মানুষ হিসেবে আজ আমাদের এই হোক ভাই পণ
প্রকৃতির প্রতি ভালোবাসা, এটাই জীবনের মূলধন।