ছায়ার ছায়া কেবলই দীর্ঘতর হচ্ছে...
প্রলম্বিত বললেও অত্যুক্তি হবে না, অথচ হঠাৎ করেই সপাটে খুলে গেলো কপাট!
যে কবি এখন কবিতা লিখতে চাইছে
তারও কাঁপছে হাত; সে কি জানে না...?
লক্কড়-ঝক্কড় ছাড়া তারও ভালে জুটবে না ভাত!
এসব কারণেই হয়ত লিখে গেছেন.. বৈয়াকরণ,
শাকের করাত!


কবিতাটা এখনো শেষ হয়নি... যা হয়েছে সেটা
শেষের শুরু; মানতেই হবে যে খুলে দিয়েছে খোঁপার
বাঁধন -- সেই আমার গুরু!
তবুও আমার প্রলুব্ধ চোখ...
অসহায় কেঁদে কেঁদে ভাসায় বুক
কেউ আছো নতুন- পুরাতন শোনাবে সান্ত্বনার বাণী
অমিত আর লাবণ্যই পড়ুক শেষের কবিতাখানি!!