ইদানিং মন আর মননের পার্থক্য বুঝিনা
মাটিতে না আকাশে.....
কোথায় পা ফেলছি -- তাও বুঝতে পারিনা!


অচেনা কিছু শব্দেরা দৈবাৎ আমার হয়
চিরচেনা পংক্তিগুলো যেনো আজকাল
আমার নয়!
সাপের পাঁচ পা
ব্যাঙেের সর্দি.........মাঝেমাঝে ওরাই কেবল  
শাপেবর হয়!


তবুও আমি নাছোড় বাগবিধির কথা ভাবি
একবার পোড়ামন মননে জমা দিই
আরেকবার ছেঁড়ামননে মন চালান দিই
তখন আর ওরা কেউ আমার কথা ভাবে না...!!


তাহলে কি আমিও শেষপ্রশ্নটি উচ্ছিষ্টের মতো
আবর্জনার স্তুপে গেঁথে দেবো?
নাকি নিজেকে চেনার মিশনে আরও কিছুটা
নাবালক সময় মহাকালের থেকে ধার নেবো?