পাহাড় লুটিয়ে ক্রমাগত খসে খসে পড়ছে বোধ...
আদরে আদরে আগলে রাখার বদলে, যে
যেভাবে পারছে নিয়ে নিচ্ছে আজন্মের প্রতিশোধ!


অথচ কথা ছিলো.. আমরা সবাই কুড়িয়ে নেবো
ফুল, পাখি, বৃক্ষদের গলায় গলায় মালা দেবো
মালা নেবো........মানুষ আর প্রকৃতি একই সাথে
দোলনায় দোল খাবো!


আমরা যেমন কথা রাখিনি
প্রকৃতিও তেমনি কথা রাখেনি..কেবল পথে পথে
পড়ে থাকুক ধূমায়িত বাদ, স্বাদ, অপবাদ
এসো গর্জে উঠি.... এসো
আমার বিরুদ্ধেই জানাই আমার প্রথম প্রতিবাদ..!!