আর কতো উড়াল হবে রাতের ডানা?
মধ্যসত্ব ভোগীরা চেঁটেপুটে খেয়ে নিচ্ছে রসের হাঁড়ি
পঁয়তাল্লিশ বছর আগে যাত্রা করেছিলো যে পথিক
সেজন এখনো পৌছুতে পারেনি বাড়ি!


সমতল রাস্তাটাকে বন্ধুর করে দিয়েছে
                                             ওরা কারা?
সবুজরং মেয়েটি তবুও কিছুই বুঝে না
                  অভাগা সন্তানদের মুখচ্ছবি ছাড়া!


তবুও হতচ্ছড়া সন্তানের আজো হয়নি হুশ
ভালোবাসার নামে
সবুজ মেয়েটার গতর চিবিয়ে খেতে বেহুশ!


পান খেয়েছে, চুন খেয়েছে, খেয়েছে সুখের দিনরাত
সবুজ মেয়েটা একপায়ে দাঁড়িয়ে আছে
   কোনদিন জাগবে সবাই, ফুটবে আলোর প্রভাত?