আমার আছে মোটে গুটিকয়েক ব্যাঙের আধুলি...
তবুও ওদের কী আস্ফালন! আকাশ ছুঁয়ে দিতে চায়
দলা মাটির উপর কোনোরকম দাঁড়িয়ে থাকা বিস্তৃত
আকাশ নামমাত্র চড়া দামে কিনে নিতে চায়!


তবে কি অংকুর এভাবেই একদিন কুড়ি হয়, বুডি হয়
দু'দুটি পাতার সারস পদ্মমুখে ফুল হয়, ফল হয়..
নাকি উদ্ভ্রান্তের মতোন এও এক বিজলির খেলা
কে জানে না... আদতে আমি যে সর্বৈব সর্বহারা  
গোপনীয় প্রশ্নফাঁস করার মতোন একটি মাটির ঢেলা!


ব্যালকনি ছুঁয়ে যতটুকু আলো ফিক ফিক করে হাসে
ট্যাবু আর টোটেমের মতোন মিছেমিছি ভালোবাসে
এরবেশি কতোটুকুই বা ধাতস্থ হয় এই অপুষ্টির জীবন
যতটা আছে তাও গড়িমসি রাতকানার কানাহরি ভুবন
তারচেয়ে বেশি চাওয়া নয় কি নামান্তরে রাজকাহন?
--------------------------------