তুমি আমাকে রংবাজ প্রেমিক ভাবতেই পারো
যখন আমি নিজেই নিজের রঙ বুঝি না
তখন তোমাকে দোষ দিবে কোন শালার ব্যাটা?


এখন পাতলা মাথায় বরুণের স্টলের সামনে বসে আছি
একটু পরে হয়ত রিয়াজের স্টল
এভাবেই কেটে যায় বোধহীন সারাটা সময়!


আমি চাই তুমি একদিন বোধিবৃক্ষের সন্নিধান খুঁজে পাও
জীবন থেকে তুলে আনতে শিখো বিশুদ্ধ ঘ্রাণ!!


কিছু মনে করো না বাংলা সিনেমার নামের মতো
আমিও কবিতার শিরোনাম নিয়ে ধাপ্পাবাজি করেছি!!