রাত্রির কথা ভাবছি
অনেকদিন আকাশে উড়ন্ত বলাকা দেখি না
দৃষ্টিসীমায় অন্ধকার তিতু হয়ে ফিরে আসে
তবুও এ পোড়ামাটি ভালোবাসার কথা ভুলে না!


চিরহরিৎ বৃক্ষরা কেমন আছে?
সবাই জানে, কেউ জানে না!
শিকারি চোখ তাবিজ -কবজ মানে না
পত্ররেখা গলে যেটুকু আলোক আলাভোলা হয়
সবাই কেবল সেটুকুর খবর রাখে,
পেছন বাড়িতে ডাহুকের পদচিহ্ন বাকি রেখে
সবাই নগদ কারবারি হয়
আমি একবার লালপুরের কথা ভাবি
আমি আরেকবার লালখানের কথা ভাবি
বর্ণমালারা ভালো নেই, সে কথা কাউকে বলি না
বলতে পারি না....।!!


না জানার মতো করে কেবল এতোটুকু জানি
অনেকদিন হয় প্রিয় ঝিঙে ফুলগুলো
এখন আর আমাকে কটাক্ষ করে না.......!!