ঋতুর বদল চলছে এখন
সজাগ থাকা চাই
জ্ঞানী-গুণী সবলোকে কয়
সাবধানের মার নাই!


এই সময়ে রোগ-বালাই
হাওয়ায় চড়ে আসে
ছেলে-বুড়ো সবাই মিলে
খক খকিয়ে কাশে!


সর্দি-জ্বরে আপন করে
ঘরের পরে ঘর
এই সময়ে উদাস থাকে
মনের বালুচর।।


তাইতো বলি এই সময়ে
শিশুর খেয়াল রাখো
শীত-গরম বুঝে তবে
শরীরটি তার ঢাকো।।