------_-----------_-------------------
অনেক কল্পবছর পরে আমার ভাঙা উঠোন ঘরে
বিশেষণের অতিশায়নের মতো অতিসুখে একটি
বেদনার চারাগাছের আজ জন্ম হয়..
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো দিগন্ত তার জন্য
বলিহারি নয়!!


যে গাছের চারপাশে কোনো আগাছা, পরগাছা নেই
সে কেমন গাছ?
ভালোবাসাহীন কীভাবে কাটে তার বারোমাস?
যক্ষের ধনের মতো যাকে আগলে রাখে কীটপতঙ্গ,
তার কি ভালোবাসা আছে...…?
যে ভালোবাসা কখনও ক্লান্ত হয় না, সেই ভালোবাসা?
নিন্দুক লোকেরা বলে, মরিচিকা, মরিচিকা..মহাশয়
আমি বলি, মরিচিকাও কোনো অংশে কম নয়
সেও তো স্বপ্ন-আশা বাঁচিয়ে রাখে ক্ষণিক সময়..!!


আমি কোনোদিন পৃথিবীতে স্বর্গের পারিজাত চাইনি...
অংকুরেই যে ভালোবাসার মৃত্যু হয়, সে আসলে বুনিয়াদি
ভালোবাসা নয়
সে সমুদ্র ছেড়ে ডাঙায় বাস করা গভীর জলের মাছ
সে আমার অতিথি প্রিয় এক বেদনার দুর্মর চারাগাছ!