তবুও আজন্ম পোড়াকয়লা জবানবন্দি দিয়েছে
সে ভালো আছে....!
সবাই যেমন করে ভালো আছে, সেও
তেমনি করে ভালো আছে নিরাক পড়া আকাশ!
তার কিছু প্রশ্নাতীত সাধ আছে, সাধনাও আছে
আছে সাধ্যাতীত কিছু বলের হিসাব নিকাশ
কেবল নেই জলের শহরে কিম্ভুত আলোর প্রকাশ!


তবুও সে মোটামুটি ভালো থাকতে চেয়েছে
তবুও সে নীরবতায় নিজেকে বিকিয়ে দিয়েছে
যে পাহাড়ের কেবল নাদুসনুদুস গতর আছে
কোনোপ্রকার উত্তর মন-টন নেই, মনন-টনন
বলতেও তেমন কিছু নেই; সেও তেমনি করে
জলের নিশান উড়িয়ে ভালো থাকতে চেয়েছে!


সে জানেনা....কেবল জানেনা
কুমির যেমন জলেও থাকে, তেমনি ডাঙায়ও
আজকাল কেউ কেউ ভালো থাকতে চাইলেও
থাকতে পারেনা
এই যেমন টাকা
আর
গাড়ির চাকা!
ওরা সবাই কেবলই আধোয়া হাতের ময়লা
ওদের মতোই
আজও ভালো আছে আজন্ম পোড়াকয়লা!!