কষ্ট হজম করে করে নিজেকে ছাড়িয়ে যেতে চাই
ভেংগে ফেলতে চাই গিনেজ বুকের তাবত রেকর্ড
সবাই জানে, যেই আমি কেউটের মতো হরবোলা,
বাচাল.
সেই আমি..
মুখ বন্ধ করে রেখেছি সে অনেকদিন হয়েছে গত
ঘূর্ণাক্ষরেও বুঝতে চেষ্টা করিনি
                 কতোটা বেড়েছে এ হৃদয়ের ক্ষত!

এবার স্বেচ্ছায়, সজ্ঞানে বন্ধ করেছি রুপবান চোখ
ধানক্ষেতের আলপথে বেঁধে রেখেছি অস্থির বুক
এবার কি তবে কোনোরকমে বন্ধ হবে...?
                               এ হৃদয়ের ধুঁক ধুঁক.!!


কে জানে....
কার কাছ থেকে প্রথম নিয়েছিলাম জীবনের পাঠ
কীভাবে বজায় রাখতে শিখেছিলাম বাইরের ঠাট!
এসবে কতোটা কী হয়
                             বলতে পারো অবন্তিকা,
এখন অবলীলায় দিন হজম করি, রাত হজম করি
সবাই অফচ্যাটে ব্যস্ত থাকে কোথাও নেই
                                          কারো দেখা!


অবন্তিকা,
তবে কি প্রজাপতির মতো আমিও ঘুরে বেড়াবো
                                         ফুলের বনে?
ভ্রমরের মতো ছলাকলা শিখে নেবো ঘ্রাণে-অঘ্রাণে..
আমি কিছু জানি না
আমি কিছু বুঝি না
যতো খুশি কষ্ট থাকুক
যে জলে আগুন জ্বলে না
সে জল আমার না!!