ফাগুন এলেই আগুন জ্বলে
কৃষ্ণচূড়ার গায়
সেই আগুনে কিছু মানুষ
পুড়তে শুধু চায়!


বাংলা বাংলা মুখেই বলে
ভালোবাসে না
এরচেয়ে অনেক ভালোবাসে
কানাবগির ছা!


বাংলা যদি মা-ই হতো
ইংলিশ প্রীতি এতো!
ছাগল ছানার ভ্যা ভ্যা রবে
ভালোবাসা কতো!


শিমূল, পলাশ মান করেছে
সালাম ভাইয়ের মতো
শহীদ মিনার কেঁদে বলে
ফুল নেবো আর কতো!


ফুলের ভারে আমি এখন
চলতে পারি না
আজবাদে কাল আমায় কেউ
মনে রাখে না!


সেই দুখেতে পরান আমার
উথাল পাথাল ঢেউ
রফিক বরকত সংগী ছিলো
আজ যে নেই কেউ!!