কেউ কেউ বলে থাকেন বাছাই করা শব্দের কথা
আমি বলি, বাছাই নয়; সাশ্রয়ী শব্দেই কবিতা হউক
তাহলে..... ঠক বাছতে গাঁ উজাড় হওয়ার সম্ভবনা যেমন থাকবে না
তেমনি শব্দের ওজনে ওজোনস্তর ফুটোও হবে না
আবার হিলিয়াম  হতে হতে আকাশেও উড়বে না!


বাক্যে বাক্যে চোখের সামনে চিত্রকল্প ভাসুক
লাবণ্যের উপর লাবণ্যেরা শব্দদের জড়িয়ে হাসুক!
ঠিক যেনো অমরাবতী থেকে অপ্সরা নেমে আসছে
চোরাহাসির মায়াজালে পাঠকেরা সম্মোহিত হচ্ছে!


তবুও সমুদ্রে যেমন স্নানের জলের কোনো শেষ নেই
তেমনি কবিতারও শুদ্ধতার বিচারে সার্থকতার কোনো অন্ত নেই....
মূলতঃ সমাহিত জলই একটি অনন্য সাধারণ কবিতা..
ভাব ও ভাষার নওজোয়ানীই তো ভোরের সবিতা...!!