ইদানিং গাছের মগডালে বসে বসে স্বপ্ন দেখি..
নাবালিকা পাখির মতো মুক্তআকাশে ওড়ার স্বপ্ন
প্রতিশ্রুতি নিয়ে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন
নির্বিচারে ভালোবাসাবাসির নগদ নগদ স্বপ্ন!


গাছের শাখা-প্রশাখারাও আমাকে স্বপ্নের মতো
জড়িয়ে নেয়, আঙুললতার প্রেম দেয়, সুড়সুড়ি দেয়
আমিও দৈনিক কাগজের মতো সময়ের তাল মিলাই
স্বপ্নের গতিময় গতর ছুঁয়ে দিয়ে যাই
একটা সময় স্বপ্নেরা নক্ষত্রের মতো মিটিমিটি হয়
আমি তখন সবেমাত্র ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়াই!


আমার সব স্বপ্ন ভংগ হয়
ডোবা, ঝোপঝাড় থেকে ওড়ে আসা কিছু জোনাকিরা কাবুলিওয়ালার মতো আমার পথ আগলে দাঁড়ায়
ওরা আবার আমাকে স্বপ্ন দেখায়
আমি আবারও নববধুর মতো কিছু স্বপ্নের জাল বুনি!


আমার সেসব স্বপ্নও একটা সময় আমাকে ছেড়ে যায়
আমাকে দেখে তখন মাকড়সারাও হাসে
বাতাসে কেবল মুদ্রণযন্ত্রের ঘ্যাচাং ঘ্যাচাং শব্দ শোনা যায়
আমার আশেপাশে তখন আর কেউ নাই
আমি তখন বাপ,দাদা, পরদাদার টিপসই ভুলে যাই!!