চলো....চলো নিস্তব্ধ রাতের কিছু উল্কি আঁকি
শীতের শীর্ষ দহন প্রায় শেষাশেষি....
দেখো, আগের মতো অতিথি পাখিদের মেলা নেই
কেবল নিথর বেলা আর সৌখিন অশ্রুর খেলা আছে!


দেখো..... আকাশে কেমন মেঘ জমে রাত-দিন
তবুও আমার হাতের তালুতে বেজায় খরা রাশিহীন
আমি জানি, এখন সবার উপরে আছে সময়ের শিং!


তবুও আশার বেদিতে নগদ প্রেম বেঁধে রাখি
হৈ হুল্লোড় করে মাতিয়ে রাখি জলজ জীবন
একদিন দ্রাবিড় ছিলাম, দ্রাবিড়ই কি থাকব আজীবন?


মনে রেখো, এখনও ভুলে যাইনি জুম চাষ
এখনো ভুলে যাইনি পোকামাকড়ের নিস্পৃহ বসবাস
প্রয়োজনে আমিও দলছুট অতিথি পাখি হতে পারি
সময়ের শেকল ভাঙতে জলবায়ু ছিঁড়তে পারি!!