হাজারো আঁকাবাঁকা পথ দলিত-মথিত করে
নদী যেমন একদিন ঠিক ঠিক মহাসমুদ্রে হারায়
সীমাহীন ভুল বুঝাবুঝি, আহাজারি শেষে
মনের কারবারিরাও তেমনি একসাথে মিশে যায়।


কেবল পেছনে পড়ে থাকে উদ্ভাসিত আলোর শত্রুরা
পেছনে পড়ে থাকে অন্ধকার সময়ের ভুতুম, পেঁচারা!


তবুও দিন শেষে রাত হয়
তবুও রাত শেষে দিন হয়
কেবল পরাজিত সময়ের বোধ ফিরে না
উপমার আড়ালে কবিতার ভাব লুকানো থামে না!


যে নিষ্পৃহ সময় কুক্ষণে ঘাতক কাঁটা হয়
যে মেঘেরঘটা বারোয়ারি প্রেম হয়
সেও একদিন ভূতলের অতল চিনে নেয়
কেবল দ্বিমুখী হৃদয় কোনোদিন হৃদয় হয় না!


যে ভালোবাসা বুঝে, সে দিন যেমন বুঝে..
তেমনি রাতও বুঝে,
সে যেমন কুলুর বলদ হতে কার্পন্য করে না
তেমনি রেসের ঘোড়া হতেও না!
সে কেবল দ্বিচারিতা ভালোবাসে না.. ভালোবাসে না!!