একটি পিরামিড তৈরিতে কয়টি শব্দ লাগে?
একটি
দুইটি
তিনটি
আর না হয় বড়জোর চারটি!


এসব ভেবেই আমি অনন্তকাল মাটির পিরামিড
ভাংগা ভাংগা শব্দঘর
তবুও  আমাকে দেখে বিচ্ছিরি হাসে এই নগর!


তবুও আমার স্টেশনারি জীবন চলছেই
গতি, প্রগতি অথবা অধোঃগতি
সমুদ্রের ফেনার মতো কখনও ডুবি, কখনও ভাসি
তবুও---আমি
নোঙর করা এই জীবনটাকে বড় ভালোবাসি!