সে অনেকদিন আগের কথা....
একটি খয়রাতি ভাবনার কবিতা লিখেছিলাম
আবারও ফিরে এসেছে সেইসব দিনের বাতি
সাঁড়াশি শব্দকাণ্ডে সবকিছু যেন বদলে যাচ্ছে রাতারাতি!


অথচ আজো বুঝতে শিখিনি ভেদ আর প্রভেদ...
তার উপর উড়ে এসে জুড়ে বসতে চায় ভেদাভেদ
তবু্ও আমি ভেঙেচুরে যাওয়া জলাঞ্জলি...
তবুও অঞ্জলি ভরে নিতে চাই... গীতাঞ্জলি!


অথচ বায়ু আর জলবায়ু ওরাও এখন শুদ্ধস্বর
তবে কি আবারও ফিরবে সুদিন কাঙালিনীর ঘর?
নাকি সবকিছু কেবলই মূক চিত্রনাট্যের সংলাপ
জীবন ও জীবিকার নামকাওয়াস্তে বেহুদা অপলাপ?