যাদের ঘামে সাগর হলো
সভ্যতারই কারিগর
তাদের ঘামেই স্বপ্ন দেখা
আলোকিত বাতিঘর।


আমরা যাদের শ্রমিক বলি
কুলি, মুটে, মুজুর
তারা-ই কিনা সব সময়
ভয়ে থাকে জুজুর!


সবার স্বপ্ন সাজিয়ে যারা
নিজের স্বপ্ন হারায়
তাদের প্রতি কেউ কি আর
হাত দু'খানা বাড়ায়!


ভালোবাসার একটু পরশ
ওরাও পেতে চায়
ওরা তোমার ভাই না হোক
তবুও ভাইয়ের ভাই।
----------------------------