হোঁচট না খেয়ে কেউ হাঁটতে শিখে না কোনোদিন
সুসময় সব সময় নিসিন্দার বাতাসে ওড়ে আর
দুঃসময় ওড়ে না, লাশের মতো পড়ে থাকে মরে!


তবুও অদ্ভুত কিছু অনুভুতির ডালপালা গজায়
বিদ্যা, বুদ্ধি সব আচানক পালিয়ে পালিয়ে বেড়ায়
নিথর সমুদ্রের মতোন মাটি কামড়ে পড়ে থাকে
নেহায়েৎ বেদনা দিয়ে বেদনার জলছবি আঁকে!


চিরঅচেনা সুখপাখিটির পাখা ঝাঁপটানোর শব্দ
গোনে বেদনা বিধুর, ছায়া থেকে কায়া মনে হয়
কতো হাজার হাজার বছরের দুর-বহুদুর!
বিলুপ্ত বুদ্ধিবল আরো পরাহত হয় দ্বিগুণ দ্বিগুণ
দাবানলের মতোন ছড়িয়ে পড়ে অনিষিক্ত আগুন
সুঁচালো সময়ের কীর্তন হতে থাকে বেজায় আকুল
সবাই জানে অসময় সবসময় বড়ো শ্বাপদসংকুল!!
------------------------