জানি যে দিন পাথরে জমে গেছে
কালের সাথে কাল
সেদিন ফিরবে না, যেমন জলের সাথে জল মিশে গেলে
আর কোনো দিন ফিরে না তেমন!


এমনি কতো আন্ধার রাত হুক্কা হুয়ায় বানভাসি হয়েছে
রাস্তায় রাস্তায় চিকা মেরেছে
তারাও গান হয়ে কবিতা হয়ে আর ফিরেনি!


তবুও সুনেত্রার চোখের খবর জানতে ইচ্ছে করে
পলক পড়ার অপেক্ষায় ঘুম আসে না কতোদিন
তবুও সবাই বলে আমি যুবক অর্বাচীন!


মাঝে মাঝে সাত আসমান ভেঙে কতো জোছনা পড়ে
আমার সামনে ই কতো জনে কাড়াকাড়ি করে
আমি কিম্ভুতকিমাকার
কাল, মহাকাল কিচ্ছু বুঝি না
কেবল খসড়া হাওয়ায় উজবুকের মতো চেয়ে  থাকি!!