অনেক অনেকদিন চোখে সুরমা লাগাইনি...
এতোদিনে আলপথ হয়েছে গলিপথ,
চিরচেনা গলিপথ হয়েছে রাজপথ....
খাল হয়েছে আকাল, বিল হয়েছে নাকাল
তেমনি নদী হয়েছে নারী, নারীও হয়েছে বাহাদুরি!


কেবল আমি এখনও জল পাহাড়ের মূষিক ছানা
রাত হলে দিনকানা, দিন হলে রাতকানা!
তবুও অবশ্যম্ভাবী কিছু ঘটনা ঘটছে.. ঘটবেই
আসমুদ্রহিমাচল....সমতট, হারিকেন, গৌড়,
তবুও আমার মতোন দাম্ভিক জেনেও জানে না
সবকিছুর আছে নির্দিষ্ট সীমা-পরিসীমা.. দৌড়!
------------------------