আমরা এখন সবকিছু একটু অতিরিক্ত বুঝিতে শিখেছি
ধর্ষণ যদিচ শিল্প হয় তাহলে ওতে আর দোষ কী!


শিল্পের নামে আগেও তো কতোকিছু জায়েজ দিয়েছি
জলাজমি, জলাভাব, জলাধার, জলাসার........
তখনো কেউ প্রতিবাদী হয়নি
আধুনিক গল্পের নাম করে সেসব টিকে গেছে মুদ্রণ শিল্প!


মান্দারের কাঁটা নিজের পায়ে বিঁধার আগে আমরা কেউ
কিছু বুঝি না..
তফসিল ঘোষণা
''বাবারা, আমার মেয়েটা খুব ছোট তোমরা একজন করে
যেও''


তাতেও কিছু হয়নি বরফ গলা নিসিন্দার কাঁটা
সহসাই আচ্ছাদিত মোড়ক ঘেমে উঠে হলুদ বাটা, মরিচ বাটা
আবার তফসিল ঘোষিত হলো
রক্তগঙ্গা!!


শিল্পের নামে তখনো কেউ কিছু আমলে নেয়নি
কেবল গন্ধ আর স্পর্শ, পারদের মতো উঠা আর নামা
কেউ বলতে পারো ওরা ওতো মানুষ ছিলো....?


তবে আমি আর মানুষ না।।


আবারো আসছে তফসিল ঘোষণা
ওরাই কেবল রোমান্টিক মানুষ, আমরা কেউ মানুষ  না!!